- আন্তর্জাতিক
- ফের বর্ণবাদী আচরণের শিকার ভিনি
ফের বর্ণবাদী আচরণের শিকার ভিনি

মায়োর্কার মাঠে ফের বর্ণবাদী আচরণের শিকার হয়েছে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে হারের ম্যাচে মায়োর্কার সমর্থকদের একটি অংশ ভিনিসিয়াসকে গালিগালাজ করেছে। সামাজিক মাধ্যমে স্ট্রিমিং প্রতিষ্ঠান দাজনের এক ভিডিওতে দেখা যায়, মায়োর্কার সেই সমর্থকরা ভিনিকে 'বানর' বলে ডাকছে।
শুধু তাই নয়, মাঠের খেলাতেও ভিনিকে বারবার ফাউল করা হয়েছে। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মোট ১০টি ফাউল করেছে তারা। যা কিনা লা লিগায় চলতি মৌসুমে এক ম্যাচে সর্বোচ্চ ফাউল। যদিও এক রেডিও সাক্ষাৎকারে মায়োর্কার ক্লাবের ম্যানেজার জাভিয়ের আগুয়েরে এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ইচ্ছাকৃতভাবে তার শিষ্যরা ভিনিকে ফাউল করেননি।
এর আগে অন্তত তিনবার বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস। ২০২১ সালে বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে, গত বছরের সেপ্টেম্বরে অ্যাটলেটিকোর মাঠে ও সেই বছর ডিসেম্বর শেষ দিলে ভাইয়াদিলাদের মাঠে।
দুই সপ্তাহ পূর্বে মাদ্রিদ ডার্বির আগে ক্লাবের ট্রেনিং সেন্টারের সামনে ব্রিজ থেকে একটি পুতুল ঝুলানো হয়। যেটার গায়ে ছিল ২০ নম্বর জার্সি। ভিনির জার্সি নম্বরও ২০ নম্বর। এটি নিয়েও তদন্ত করছে স্প্যানিশ পুলিশ।
এর আগেও বর্ণবাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভিনি। তিনি বলেছিলেন, বর্ণবাদ নিয়ে কিছুই করছে না লা লিগা। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ও রিয়াল সতীর্থদের অনেকেই নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছেন। অবশেষে গত মাসের শুরুতে স্থানীয় আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে লিগ কর্তৃপক্ষ।
মন্তব্য করুন