ফেসবুকের মূল মালিকানা প্রতিষ্ঠান মেটার ব্যয়বহুল প্রকল্প 'মেটাভার্স'। যোগাযোগের বর্তমান ধরনকে বদলে দিতে এ প্রকল্পে মোটা অংকের বিনিয়োগ করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মেটাভার্স এখনও কোনো আশার খবর শোনাতে না পারলেও মেটার তহবিল থেকে কাঁড়ি কাঁড়ি টাকা খসাচ্ছে প্রকল্পটি। এরই মধ্যে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, ইন্টারনেট দুনিয়ায় মেটাভার্স নতুন ঝুঁকি তৈরি করতে পারে। সংস্থাটির দাবি, মেটাভার্স নতুন ধরনের সাইবার অপরাধের জন্ম দিতে পারে। বিষয়টি বিবেচনায় রেখে মেটাভার্সে আইনশৃঙ্খলা বজায় রাখার উপায় খুঁজছে ইন্টারপোল। বিবিসিকে ইন্টারপোলের মহাসচিব জার্গেন স্টক বলেন, পেশাদার অপরাধীরা দ্রুত নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিয়ে নতুন নতুন উপায়ে অপরাধ করছে। মেটাভার্সেও অপরাধীরা বিচরণ করবে। তাদের থামানোর কৌশল আমাদের জানতে হবে। ধারণা করা হচ্ছে, জাকারবার্গ সফল হলে মেটাভার্স হয়ে উঠবে ইন্টারনেটের ভবিষ্যৎ। তখন সামাজিক মাধ্যমে ত্রিমাত্রিক যোগাযোগে কল্পজগৎ বাস্তব হয়ে ধরা দেবে ব্যবহারকারীদের কাছে।