মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন জানিয়েছে, তারা ভূমিকম্প বিধ্বস্ত সিরীয়দের জন্য সহযোগিতা পাঠাতে বদ্ধপরিকর। 

তবে দামেস্ক সরকারের মাধ্যমে এসব সহযোগিতা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস। দীর্ঘদিন ধরেই সিরিয়ার বাসার আল আসাদের সরকারের বৈধতা স্বীকার করে না যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘কিছুটা আজব মনে হবে, এক যুগ ধরে জনগণের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে আসা সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করছি না... এর পরিবর্তে সেখানে আমাদের মানবিক সাহায্য-সহযোগিতা ব্যবস্থাপনার সহযোগী রয়েছে, তারাই ভয়াবহ ভূমিকম্প পরবর্তী যেসব সহযোগিতা তা পৌঁছে দিতে পারবে।’

অন্যদিকে উদ্ধার অভিযান পরিচালনাকারী দুটি ইউনিট তুরস্কে আসছে বলে সিএনএনকে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফ্যাক্স কাউন্টি থেকে একটি এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস কাউন্টি অপর ইউনিটটি আসছে বলে জানান ফ্লেক।

এছাড়াও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুর সঙ্গে সহযোগিতা পাঠানোর বিষয়ে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দিন পেরিয়ে রাত গড়াতেই নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। আহত রয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। সূত্র: আলজাজিরা