- আন্তর্জাতিক
- আইসিইউতে একা ৪০ রোগীর দেখভাল করছি: সিরীয় চিকিৎসক
ভূমিকম্প
আইসিইউতে একা ৪০ রোগীর দেখভাল করছি: সিরীয় চিকিৎসক
-samakal-63e1a1ea336e3.jpg)
সিরিয়ার আজাজ শহরে একটি ক্রীড়াকেন্দ্রে আশ্রয় নিচ্ছেন ভূমিকম্পে বাস্তুহারা মানুষজন। ছবি: রয়টার্স
সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিবে আল-শেফা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গত সাত বছর ধরে কাজ করছেন সাজুল ইসলাম। তিনি বলেছেন, ভূমিকম্পের ফলে যে অবস্থা তৈরি হয়েছে তা তাঁর অতীত সব অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে।
‘বিবিসি রেডিও ৪’-এর ‘দ্য ওয়ার্ল্ড টুনাইট’ অনুষ্ঠানকে সাজুল বলেন, ‘এই যে এখন আমি কথা বলছি, জীবনে কখনোই এমনটা দেখিনি, সত্যিকার অর্থে বলছি। পুরো হাসপাতাল ভরে গেছে, ৩০০ থেকে ৪০০ রোগী। গড়ে শয্যাপ্রতি দুই থেকে তিনজন।’
সাজুল ইসলাম বলেন, ‘পর্যাপ্ত চিকিৎসক নেই এখানে। আইসিইউতে ৪০ থেকে ৪৫ জন রোগীর দেখভাল করতে হচ্ছে। আমি পারছি না, এটা অসম্ভব হয়ে যাচ্ছে। চিকিৎসা সেবায় নিয়োজিতদের জীবনে কঠিন কঠিন মুহূর্ত আসে, কিন্তু এতটা বেকায়দা কখনো দেখিনি।’
সোমবার ভোরের ভূমিকম্পে দিনগত রাত পার হওয়া পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় তিন হাজার ৮০০ জনের বেশি নিহতের কথা জানা গেছে।
মন্তব্য করুন