- আন্তর্জাতিক
- আমাদের থাকার বিছানাও নেই: গৃহহীন তুর্কি
আমাদের থাকার বিছানাও নেই: গৃহহীন তুর্কি

রাস্তায় আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন তুরস্কের বাসিন্দারা। ছবি: বিবিসি
দিনের আলো নিভতেই ‘মৃত্যুপুরী’তে নেমেছে রাজ্যের শঙ্কা। ক্ষুধার্ত-ঘরহারা মানুষ বেঁচে থাকার তাগিদে রাস্তায় অবস্থান নিয়েছেন। প্রচণ্ড ঠান্ডায় শহরের রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করছেন তারা। অসহায় মানুষেরা বলছেন, ‘বেঁচে থাকার কোনো অবলম্বনই তাদের আর নেই।’ খবর বিবিসির
তুরস্কের দক্ষিণাঞ্চলের ওসমানিয়ে শহরের রাস্তার সর্বত্র ধ্বংসস্তূপ। বহুতল ভবনগুলোর অধিকাংশ ধসে পড়েছে। ধসে পড়া অনেক ভবনের ধ্বংসস্তূপ এখনও সরানোর কাজ শুরু হয়নি। সুপার মার্কেটগুলো ভেঙেচুরে দুমড়ে-মুচড়ে রয়েছে। দোকানগুলোর সামনে ভাঙা কাঁচের টুকরো।
সেখানে শহরের মূল অংশে যাওয়ার অনেক রাস্তায় বন্ধ হয়ে পড়েছে। ব্রিজগুলো ভেঙে পড়েছে। পুরো এলাকা অন্ধকার। এরই মাঝে রাস্তায় কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে অব্স্থান নিয়েছেন সেখানকার বাসিন্দারা। তাদের চোখেমুখে আতঙ্কের ছাপ। কান্না থামছেই না। একটু কম্পনের অনুভূতি হলেই দৌড়ে রাস্তার মাঝখানে এসে দাঁড়াচ্ছেন।
সেখানে থাকা একজন নারী বিবিসিকে জানান, ভূমিকম্পে তিনি ঘরবাড়ি হারিয়েছেন। এখন তাদের থাকার জন্য একটি বিছানাও নেই।
মন্তব্য করুন