ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় আলফাজ হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় দুইটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার সকালে উপজেলার মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলফাজ ওই উপজেলার চরগুপ্তরকান্দা এলাকার আলম খানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে মহাসড়ক পার হচ্ছিল আলফাজ। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপর বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে দুইটি বাস ভাঙচুর করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম সমকালকে বলেন, শিবচর ও ভাঙ্গা থানার সীমান্তবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। পরে ভাঙ্গা থানা পুলিশ ও শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোল্ডন লাইনের একটি বাস জব্দ করে শিবচর হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে যানবাহন চলাচল ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।