- আন্তর্জাতিক
- শোক জানাতে তুরস্ক যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
শোক জানাতে তুরস্ক যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের
মরিয়ম আওরঙ্গজেব তার টুইটে বলেন, আগামীকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আঙ্কারার উদ্দেশ্যে রওনা দেবেন।
টুইটে মরিয়ম বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্কে গিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করে ভয়াবহ এই ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করবেন। প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের জন্য বৃহস্পতিবার ডাকা এপিসির বৈঠক স্থগিত করা হচ্ছে। মিত্রদের সঙ্গে আলোচনা করে বৈঠকের নতুন তারিখ ঘোষণা করা হবে।
স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ১১ মিনিট পরই ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় দুই দেশের আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছে।
এ ঘটনায় তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘোষণা দেন।
আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, দক্ষিণ-পূর্ব তুরস্কে সংঘটিত ভয়াবহ ওই ভূমিকম্পে দেশটির অন্তত ৩ হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ভয়াবহ ভূমিকম্পে মৃতদের স্মরণে তুরস্কে ইতোমধ্যে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার এক টুইট বার্তায় এরদোয়ান এ ঘোষণা দেন।
শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে পার্শ্ববর্তী সিরিয়ায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। সিরিয়া অংশে ১ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
মন্তব্য করুন