তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া ভবনগুলোর মধ্য থেকে জীবিত-মৃতদের উদ্ধারে সাড়ে সাত হাজার সেনা সদস্য কাজ করছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। খবর: সিএনএন’র।

আগামীকাল বুধবার থেকে এ বহরে আরও দেড় হাজার সেনা যুক্ত হবেন বলেও জানান তুর্কি প্রতিরক্ষামন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকায় ৭৫টি সামরিক উড়োজাহাজ পাঠানো হয়েছে, এগুলো উদ্ধারকারী দলকে সাহায্য করছে। এছাড়াও নয়টি কমান্ডো দল কাজ করছে এবং সাইপ্রাসে থাকা কমান্ডো ব্যাটালিয়নও এতে যোগ দেবে।

সামরিক সদস্যরা ছাড়া মূলত তুরস্কের সরকারি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। জার্মানি, সুইজারল্যান্ড, ভারতসহ বহু দেশ এরই মধ্যে উদ্ধারকাজে সহযোগিতা করতে কর্মীদের পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ বুধবার পৌঁছানোর কথা রয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১টা নাগাদ মৃত্যুর সংখ্যা বেড়ে সাত হাজার ২০০ জন ছাড়িয়েছে। দুদিনের উদ্ধারকাজে এ পর্যন্ত তুরস্কে পাঁচ হাজার ৪০০ জনের বেশি মৃত্যুর কথা জানা গেছে। আর সিরিয়ায় এক হাজার ৮০০ জনের বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে।