- আন্তর্জাতিক
- তুরস্কের বন্দরে অগ্নিকাণ্ড
তুরস্কের বন্দরে অগ্নিকাণ্ড
-samakal-63e2bc56e9323.jpg)
তুরস্কের হাতায় প্রদেশের ইস্কেন্দেরুন বন্দরে আগুন ধরে যায়। ছবি: সংগৃহীত
ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে বন্ধ থাকা তুরস্কের হাতায় প্রদেশের ইস্কেন্দেরুন বন্দরে মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর: সিএনএন’র।
ডেনমার্কের শিপিং কোম্পানি ম্যাস্ক মঙ্গলবার জানায়, আগুনের তাদের বেশকিছু কার্গো কনটেইনার পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কিসে থেকে তা জানা যায়নি।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বন্দরটি মেরামতের কাজ শেষ হলে চালু হবে।
তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত ১টা নাগাদ মৃত্যুর সংখ্যা বেড়ে সাত হাজার ২০০ জন ছাড়িয়েছে। দুই দেশে আহত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা ও তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চল জুড়েই কম্পন অনুভূত হয়েছে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭ দশমিক ৯ কিলোমিটার।
সংস্থাটি আরও জানায়, প্রথম ভূমিকম্পের পর আরও কয়েকবার শক্তিশালী কম্পন (আফটার শক) অনুভূত হয়। সবশেষ কম্পনটির মাত্রা ছিল ৬ দশমিক ৭ মাত্রার।
মন্তব্য করুন