- আন্তর্জাতিক
- ভূমিকম্পের আগেই মানবিক সাহায্য দরকার ছিল সিরিয়ার প্রায় ৭০ শতাংশের
ভূমিকম্পের আগেই মানবিক সাহায্য দরকার ছিল সিরিয়ার প্রায় ৭০ শতাংশের
-samakal-63e2e99a6a837.jpg)
সিরিয়ার আলেপ্পোয় বিমানবন্দরে আলজেরিয়া থেকে আসা জিনিসপত্র নামানো হচ্ছে। ছবি: রয়টার্স
জাতিসংঘ বলছে, ভূমিকম্পের আগেই সিরিয়ার প্রায় ৭০ শতাংশ মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন ছিল। সিরিয়ায় জাতিসংঘের মানবিক সহযোগিতা কার্যক্রমের আবাসিক সমন্বয়কারী এল মোস্তফা বেনলামলিহ এবং সিরিয়া সংকট মোকাবিলায় আঞ্চলিক মানবিক সহযোগিতা কার্যক্রমের সমন্বয়কারী মুহান্নাদ হাদি’র এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়। খবর: সিএনএন’র।
মঙ্গলবারের ওই বিবৃতিতে দুজন বলেন, দৈনিক ভিত্তিতে পরিবারের ভালবাসার মানুষগুলোর প্রয়োজন মেটাতে যেসব লোকজন সংগ্রাম করে আসছিল, তাদের ওপর এই ট্রাজেডি (ভূমিকম্প) মারাত্মক প্রভাব ফেলবে।
ভুক্তভোগীদের কষ্ট লাঘবে এগিয়ে আসার জন্য বিশ্বব্যাপী দাতাদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এল মোস্তফা বেনলামলিহ ও মুহান্নাদ হাদি। বর্তমানে খাদ্য, আশ্রয়শিবির এবং ওষুধসহ জরুরি জিনিসপত্রের যোগান বাড়াতে জোর দেওয়া হচ্ছে বলে জানান তারা।
বিবৃতিতে ১২ বছর ধরে চলা যুদ্ধের ফলে সিরিয়াকে তীব্র পানি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং অর্থনৈতিক বিপর্যয়ের ফলে দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে আখ্যায়িত করা হয়।
মন্তব্য করুন