তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান আজ বুধবার উদ্ধার তৎপরতায় সমস্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, কাজের গতি বাড়ছে, পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাচ্ছে। শুরুতে কিছুটা সমস্যা ছিল।

সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরপরই সরকারি সংস্থা কিছু কিছু জায়গায় তড়িৎ কাজে নামেনি বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশটিতে।

এরদোয়ান বলেছেন, ‘শুরুতে বিমানবন্দর এবং সড়কে সমস্যা হচ্ছিল, আজকে কাজ কিছুটা সহজ হয়েছে, আগামীকাল আরও হবে। আমরা সর্বশক্তি নিয়োগ করেছি। রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়।’

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘সবাইকে ঘর প্রস্তুত করে দেওয়া হবে, কাউকেই রাস্তায় থাকতে দেওয়া হবে না।’

বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন এরদোয়ান।  ভূমিকম্পের উৎপত্তিস্থল পাজারসিকেও যাওয়ার কথা রয়েছে এরদোয়ানের।