- আন্তর্জাতিক
- তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের প্রথম ৭২ ঘণ্টা যে কারণে গুরুত্বপূর্ণ
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের প্রথম ৭২ ঘণ্টা যে কারণে গুরুত্বপূর্ণ

তুরস্কের আদানায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে উদ্ধারকাজ চলছে। ছবি: আনাদোলু এজেন্সি
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে আটকেপড়াদের জীবিত উদ্ধারের সময় ফুরিয়ে আসছে। ভূমিকম্পে উদ্ধার অভিযান বিষয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, প্রথম ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ৮টা নাগাদ তুরস্কে ভূমিকম্পের সময় থেকে এরই মধ্যে ৬০ ঘণ্টা পেরিয়ে গেছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের দুর্যোগ ও স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ইলহান কেলমান বলেছেন, ‘ভূমিকম্পে ধ্বংসস্তুপে আটকেপড়ার পর জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ৯০ শতাংশই প্রথম তিন দিনেই অর্থাৎ শুরুর ৭২ ঘণ্টার মধ্যে হয়ে যায়।’
অধ্যাপক ইলহান কেলমান বলেন, ‘সাধারণত, ভূমিকম্প মানুষকে হত্যা করে না। তবে ধসে পড়া স্থাপনার নিচে পড়ে মানুষজনের মৃত্যু হয়।’
ইলহান কেলমান আরও বলেন, ‘সবচেয়ে জরুরি হচ্ছে ধসে পড়া স্থাপনার নিচে আটকেপড়াদের অঙ্গহানি বা জখম হলে তার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা বা রক্তপাত হলে তা নিবারণের ব্যবস্থা করা।’
এছাড়াও ভূমিকম্পের পর উদ্ধারকাজে আবহাওয়াও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আকারে দেখা দিতে পারে বলে জানান তিনি। তুরস্কের এবারের ভূমিকম্পে কিছু এলাকায় তুষারপাতের কারণে মানুষজনের ভোগান্তির মাত্রা চরমে পৌঁছেছে। সূত্র: আলজাজিরা
মন্তব্য করুন