- আন্তর্জাতিক
- মেয়েকে নিয়ে ক্ষেপণাস্ত্রের প্যারেড দেখলেন কিম
মেয়েকে নিয়ে ক্ষেপণাস্ত্রের প্যারেড দেখলেন কিম

মেয়ে কিম জু-আয়ের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উন। ছবি: সঃংগৃহীত
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম-এর বৃহত্তম প্যারেড আয়োজন করেছে উত্তর কোরিয়া। প্যারেড চলাকালে মঞ্চে উত্তর কোরীয় নেতা কিম জং উনের পাশে ছিলেন তাঁর মেয়ে।
একাধিক বিশ্নেষক বলছেন, এসব ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সম্ভাব্য হুমকি হতে পারে। প্যারেডে প্রায় এক ডজন দূরপাল্লার আইসিবিএম প্রদর্শন করা হয়েছে।
মধ্যরাতের মহড়া দেখতে মেয়ে কিম জু-আয়েকে নিয়ে মঞ্চে উপস্থিত ছিলেন কিম। মহড়ায় কিম জু-আয়ের উপস্থিতির কারণে আবারও তাঁকে কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জল্পনা শুরু হয়েছে। প্যারেডে প্রদর্শিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো উদ্বেগ বাড়িয়েছে। বিশ্নেষকরা বলছেন, তাত্ত্বিকভাবে এসব ক্ষেপণাস্ত্রের অনেকই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে পারবে। বিবিসি।
মন্তব্য করুন