দখলকৃত জেরুসালেমে ছয় বছরের এক শিশু এবং ২০ বছরের এক তরুণ ইসরায়েলি নিহত হয়েছে। বিবিসির খবরে বলা হয়, ৩১ বছর বয়সি এক ফিলিস্তিনি যুবক দ্রুতগতিতে প্রাইভেটকার চালিয়ে এ ঘটনা ঘটান। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।

পূর্ব জেরুসালেমের রামোত জাংসন বাস স্ট্যান্ডে শুক্রবার ওই যুবকের নীল রংয়ের মাজদা প্রাইভেটকারটি একটি খাম্বায় ধাক্কা খায়। এতে দুজন ইসরায়েলি নিহত হয়।