ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ৫৯ লাখ টন লিথিয়াম পাওয়া গেছে বলে জানিয়েছে ভারত সরকার। এর ফলে লিথিয়ামের পরিমাণের দিক দিয়ে পৃথিবীর সর্বমোটের সাড়ে ৫ পাঁচ শতাংশের মালিকানা নিয়ে ভারত সপ্তম অবস্থানে চলে গেছে বলেও দাবি করা হয়। খবর: টাইমস অব ইন্ডিয়া’র।

বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি তৈরিতে মূল্যবান ধাতব লিথিয়ামের ব্যবহার হয়।

ভারতের খনি বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমানা এলাকায় ৫ দমমিক ৯ মিলিয়ন অর্থাৎ ৫৯ লাখ টন লিথিয়াম রয়েছে বলে প্রমাণ করতে পেরেছে।

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সম্প্রতি খনি বিষয়ক মন্ত্রণালয়কে স্বর্ণ ও লিথিয়ামসহ ৫১টি খনির ব্লক বুঝিয়ে দিয়েছে। এর মধ্যে পাঁচটি ব্লক স্বর্ণের এবং অন্যগুলো পটাশ, মলিবডেনাম, মৌলিক ধাতু ইত্যাদি রয়েছে। খনির ব্লকগুলো ১১টি রাজ্যে বিস্তৃত। এগুলো হলো জম্মু ও কাশ্মীর (কেন্দ্রশাসিত), অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, ঝাড়খন্ড, কর্নাটক, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলেঙ্গানা।

২০১৮-১৯ থেকে শুরু করে এ পর্যন্ত গবেষণা করে খনির ৫১টি ব্লক চিহ্নিত করেছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। এই ৫১টি ছাড়াও সাত হাজার ৮৯৭ টন মজুদসমৃদ্ধ কয়লার খনির তথ্য সংবলিত ১৭টি রিপোর্টও পেশ করে প্রতিষ্ঠানটি।

ভারতের ব্যাটারি শিল্প বর্তমানে লিথিয়ামের জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, আর্জেন্টিনা, চিলি ও বলিভিয়ার ওপর নির্ভরশীল। এসব দেশ থেকে আমদানি করে থাকে ভারত।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনায় দুই কোটি টন, যুক্তরাষ্ট্রে এক কোটি ২০ লাখ টন, চিলিতে এক কোটি ১০ লাখ টন, অস্ট্রেলিয়ায় ৭৯ লাখ টন, ভারতে ৫৯ লাখ টন এবং জার্মানিতে ৩২ লাখ টন লিথিয়ামের মজুদ রয়েছে।

জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে বৈদ্যুতিক যানবাহন নির্ভর হওয়ার পথে শিল্প খাতে লিথিয়াম ধাতবের গুরুত্ব অনেক।