- আন্তর্জাতিক
- ধ্বংসস্তূপে মিলল পোষা পাখি
ধ্বংসস্তূপে মিলল পোষা পাখি

উদ্ধার পাখিটিকে হাতের তালুতে করে পানি খাওয়াচ্ছেন এক উদ্ধারকর্মী। ছবি: বিবিসি
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবনগুলিতে অনুসন্ধান করে উদ্ধারকারীরা বাজারিগার নামের পোষা পাখিকে খুঁজে পেয়েছেন। খবর বিবিসির
প্রতিবেদনে বলা হয়েছে, পোষা পাখি হিসেবে জনপ্রিয় এই পাখিগুলোকে দক্ষিণ তুরস্কের হাতায় শহর থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ৫৫৩ জন। খবর বিবিসির
৭ দশমিক ৮ মাত্রার গত সোমবারের ভূমিকম্পে তুরস্কে ১৯৯৯ সালে ১৭ হাজারের বেশি মৃত্যু হওয়া ভূমিকম্পের চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবিসি জানায়, দুই দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের মরদেহ উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।
মন্তব্য করুন