- আন্তর্জাতিক
- আমাদের কেউ সাহায্য করেনি: আবু আলী
আমাদের কেউ সাহায্য করেনি: আবু আলী

আবু আলী। ছবি: বিবিসি
হারেম শহরের অদূরে চারদিকে জলপাই গাছ দিয়ে ঘেরা বসনিয়া গ্রাম। সেখানকার বাড়িগুলো কিছুদিন আগেই নতুন করে বানানো হয়েছিল। কিন্তু ভূমিকম্পের আঘাতে সেখানে আর কিছুই অবশিষ্ট নেই।
সেখানকার লোকজন ভূমিকম্পের পর সাহায্যের জন্য অপেক্ষা করছিল কিন্তু খুবই কম সাহায্য পেয়েছেন তারা। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের বের করতে হাত দিয়ে খুঁড়তে হয়েছে তাদের। খবর বিবিসির
এখানকার লোকেরা সাহায্যের জন্য অপেক্ষা করেছিল কিন্তু খুব কমই এসেছিল। তাদের বাড়ির ধ্বংসাবশেষ থেকে মৃত ও আহতদের হাত দিয়ে খুঁড়তে হয়েছে। এখানেই আবু আলীর সাথে দেখা হয়।
আবু আলী জিজ্ঞাসা করেন, 'কেউ আমাদের সাহায্য করেনি। আমার একটা তাবুও নেই, তোমার কি কোন তাবু আছে?
তিনি জানান, ভূমিকম্পের পর পুরো একদিন তার মেয়ে বেঁচে ছিল। কিন্তু উদ্ধারকারীরা যথাসময়ে আসেনি। তিনি প্রতিবেশীদের সঙ্গে নিয়ে খালি হাতেই মাটি খুঁড়ে তার মেয়েকে বের করে আনেন। কিন্তু তখন আর তার মেয়ে বেঁচে ছিলনা। তাদের কাছে কোন ভারী যন্ত্রপাতি ছিলনা যে তাকে বের করে আনবে।
মন্তব্য করুন