- আন্তর্জাতিক
- ‘১০০ বছরের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ ঘটনা’
‘১০০ বছরের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ ঘটনা’

জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস
দক্ষিণ তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ায় ভূমিকম্পকে '১০০ বছরের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনা' বলে উল্লেখ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস। শনিবার তুরস্কের কাহরামানমারাস প্রদেশে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়, কয়েকটি এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছেন মার্টিন গ্রিফিথস। ভূমিকম্পের পর তুরস্ক যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি 'অসাধারণ' বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি বলেন, 'উদ্ধারকারী, স্বেচ্ছাসেবক ও কর্মীরা যেভাবে ২৪ ঘণ্টা কাজ করে চলেছেন, আমি তাদের এই সাহসের প্রশংসা করি।'
তিনি আরও বলেন, 'ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশের এলাকায় যা ঘটেছে তা এই অঞ্চলে ১০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ঘটনা।'
এদিকে তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। আর সিরিয়ায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ৫৫৩ জন।
মন্তব্য করুন