- আন্তর্জাতিক
- নারী বিশ্বকাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান
নারী বিশ্বকাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করছে ভারত। রোববার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। র্যাংকিং কিংবা পারফরম্যান্সে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারতীয় দল। তবে পাকিস্তানের বিপক্ষে নামলে স্নায়ুচাপে থাকে বলেই হরমনপ্রীতদের ফেবারিট বলা যাবে না মোটেও। ম্যাচের দিন স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে যারা, বাজিমাত করবে তারাই।
ভারত-পাকিস্তান মানেই রুদ্ধশ্বাস একটা ম্যাচের অপেক্ষায় থাকেন দর্শকরা। ক্রিকেট বিশ্বের সমর্থকরা অপেক্ষায় থাকেন এমন হাইভোল্টেজ ম্যাচের জন্য। আজ সন্ধ্যা ৭টায় কেপটাউনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
বড় ম্যাচের আগে ভারতীয় শিবিরে চোট আতঙ্ক। আঙুলের চোটে এই ম্যাচে খেলতে পারবেন না সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানার। টিম ম্যানেজমেন্টের আশা, ১৫ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন স্মৃতি। তবে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে, এই ম্যাচের আগে স্মৃতির ছিটকে যাওয়া নিয়ে খুব বেশি চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট।
ভারতের ওপেনিংয়ে নামতে পারেন শেফালি ভার্মা ও যস্তিকা ভাটিয়া। সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত, যেখানে দেশটির নেতৃত্বে ছিলেন শেফালি। তার সঙ্গে সিনিয়র দলের আরেক খেলোয়াড় রিচা ঘোষও ছিলেন। যেটি উজ্জীবিত করছে হরমানপ্রীতদের।
মন্তব্য করুন