- আন্তর্জাতিক
- সুনামগঞ্জের পাঁচ খাল দখলমুক্ত করার নির্দেশ
সুনামগঞ্জের পাঁচ খাল দখলমুক্ত করার নির্দেশ

সুনামগঞ্জ শহর এলাকার মধ্য দিয়ে প্রবাহিত তেঘরিয়া, বড়পাড়া, কামার, বলাইখালী ও নলুয়াখালী খালের সীমানা নির্ধারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খালগুলোয় বিদ্যমান দখলদারদের পূর্ণ তালিকা প্রস্তুত এবং খালের জায়গা থেকে তাদের উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিবাদীদের আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে।
রোববার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা এক রিটের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে বেলার পক্ষে ছিলেন ব্যারিস্টার আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন আইনজীবী হাসানুল বান্না।রুলে অননুমোদিত দখল থেকে পাঁচটি খাল রক্ষায় বিবাদীদের ব্যর্থতাকে কেন আইনবহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া খালের বিদ্যমান সব দখলদার ও ক্ষতিকর স্থাপনা উচ্ছেদ করে খালগুলো রক্ষা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
বেলা সংশ্নিষ্টরা জানান, সুনামগঞ্জ শহরের পানি নিস্কাশনে অন্যতম প্রধান মাধ্যম হিসেবে খালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল। সম্প্রতি খালগুলো দখল করে গড়ে উঠেছে স্থাপনা, সড়ক ও সরকারি অফিস। খালগুলো পরিণত হয়েছে সরু নালায়। অব্যাহত দখলের কারণে কোথাও কোথাও খালগুলো প্রায় নিশ্চিহ্ন হওয়ার উপক্রম। মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে শহরের পানি নিস্কাশন। প্রতিবছর বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এমন অবস্থায় সুনামগঞ্জ শহরবাসীর অনুরোধে তেঘরিয়া, বড়পাড়া, কামার, বলাইখালী ও নলুয়াখালী খাল দখলমুক্ত করে যথাযথ সংরক্ষণে এ রিট মামলা দায়ের করে বেলা।
মন্তব্য করুন