চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে ভাঙারির দোকানে সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবই উদ্ধার ও বিক্রির ঘটনা তদন্তে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সোমবার এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক।

তিনি বলেন, ভাঙারির দোকান থেকে জব্দ করা বইয়ের ঘটনা তদন্তে চাদগাঁও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাদগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, তদন্ত কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন, আমরা চাই, এ ঘটনায় জড়িত সবার মুখ উন্মোচন হোক।

গত ২৬ জানুয়ারি নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার একটি ভাঙারির দোকান থেকে ১২ বস্তা সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবই জব্দ করে চাদগাঁও থানা পুলিশ।