- আন্তর্জাতিক
- চট্টগ্রামে ভাঙারি দোকানে সরকারি বিনামূল্যের পাঠ্যবই, তদন্তে প্রশাসন
চট্টগ্রামে ভাঙারি দোকানে সরকারি বিনামূল্যের পাঠ্যবই, তদন্তে প্রশাসন

প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে ভাঙারির দোকানে সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবই উদ্ধার ও বিক্রির ঘটনা তদন্তে মাঠে নেমেছে জেলা প্রশাসন। সোমবার এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক।
তিনি বলেন, ভাঙারির দোকান থেকে জব্দ করা বইয়ের ঘটনা তদন্তে চাদগাঁও সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্টদের তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাদগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, তদন্ত কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন, আমরা চাই, এ ঘটনায় জড়িত সবার মুখ উন্মোচন হোক।
গত ২৬ জানুয়ারি নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকার একটি ভাঙারির দোকান থেকে ১২ বস্তা সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবই জব্দ করে চাদগাঁও থানা পুলিশ।
মন্তব্য করুন