- আন্তর্জাতিক
- জম্মু-কাশ্মীরে নির্বাচনের সুযোগ পাচ্ছে মোদি সরকার
সুপ্রিম কোর্টের রায়
জম্মু-কাশ্মীরে নির্বাচনের সুযোগ পাচ্ছে মোদি সরকার

জম্মু-কাশ্মীরের বিধানসভা ও লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলাটি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। গতকাল সোমবার মামলাটি খারিজ করে বিচারপতি সঞ্জয় কিষেণ কল ও এএস ওকা বলেন, ২০১৯ সালের ৩৭০ অনুচ্ছেদ বাতিল এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে একগুচ্ছ মামলা হয়েছে, এ সম্পর্কে তাঁরা কোনো মতামত জানাচ্ছেন না। সেসব মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নয়। খবর এনডিটিভির।
মামলাটি খারিজ হওয়ার ফলে সীমানা পুনর্বিন্যাস কমিশনের সিদ্ধান্ত বহাল রইল। ফলে বিধানসভার নির্বাচনে আর কোনো বাধা রইল না বলে মনে করা হচ্ছে। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গতকাল বলেন, সব বিরোধী দল আগেই ডিলিমিটেশন কমিশনকে অগ্রাহ্য করেছে। তাদের খারিজ করেছে।
সুপ্রিম কোর্ট কী বললেন না বললেন, তাতে তাঁদের কিছু যায়-আসে না। সুপ্রিম কোর্টের কাছে রাজ্য পুনর্গঠন আইনের সাংবিধানিক বৈধতা মামলা ঝুলে রয়েছে। গুপকর জোটের মুখপাত্র ও সিপিএম নেতা তারিগামি বলেন, এই রায় জম্মু-কাশ্মীরের মানুষের জন্য হতাশাজনক।
মন্তব্য করুন