- আন্তর্জাতিক
- গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে: পেন্টাগন
গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে: পেন্টাগন

উদ্ধার হওয়া চীনের গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ। ছবি: বিবিসি
চীনের গোয়েন্দা বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। খবর দ্য গার্ডিয়ানের।
মার্কিন সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, আটলান্টিক মহাসাগর থেকে চীনের গোয়েন্দা বেলুনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সেন্সর ও ইলেকট্রিক ডিভাইসের টুকরা পাওয়া গেছে। উদ্ধার হওয়া এসব ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই পরীক্ষা করবে বলা জানানো হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি চীনের গোয়েন্দা বেলুনটি ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পরে আটলান্টিক মহাসাগরে মার্কিন আঞ্চলিক জলসীমায় বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চালানো হয়।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ওড়া সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুনের ওপর বিশেষ নজর রাখা হবে বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
গত ৩ ফেব্রুয়ারি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহভাজন চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত করা হয়েছে। বেলুনটিকে উত্তর-পশ্চিম আমেরিকায় উড়তে দেখা গেছে। ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বিমানঘাঁটি, ভূগর্ভস্থ কৌশলগত ক্ষেপণাস্ত্র কেন্দ্র রয়েছে। বেলুনটির গতিবিধি ও কার্যক্রম যাচাই করতে যুদ্ধবিমান পাঠানো হয়।
যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত সংবেদনশীল’ সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ে যাওয়া বেলুন নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
চীনের দাবি, এটি আবহাওয়া সংক্রান্ত বিষয়ে গবেষণার বেলুন। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেছে দেশটি। এ প্রেক্ষাপটে নির্ধারিত চীন সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
মন্তব্য করুন