- আন্তর্জাতিক
- দিল্লি টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার
দিল্লি টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার
-samakal-63f0be7b86421.jpg)
দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় পেসে ভুগেছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। শামির সঙ্গে জুটি গড়ে ওয়ার্নারকে আঘাতে আঘাতে জর্জরিত করেছেন সিরাজ। বেশ কিছু বল তার শরীরে লেগেছে। এর মধ্যে ডাক করতে গিয়ে একটি বল এসে লাগে হেলমেটে। এতে দিল্লি টেস্ট থেকেই ছিটকে গেলেন ওয়ার্নার।
প্রথম দিনের অষ্টম ওভারে মোহাম্মদ সিরাজের করা একটি বাউন্সার এসে লাগে ওয়ার্নারের হাতে। এজন্য প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে যান তিনি। এক ওভার পর ফের আঘাত পান ওয়ার্নার। এ যাত্রায় সিরাজের একটি বাউন্সারে হুক করতে গেলে বল লাগে তার হেলমেটে। এবারও ফিজিরও'র চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে যান। অবশেষে ১৬তম ওভারে প্যাভিলিয়নে হাঁটেন এই তারকা ক্রিকেটার।
ওয়ার্নার ছিটকে যাওয়ায় একাদশে জায়গা পেয়েছেন ম্যাট রেনশো। তিনি ব্যাটিংয়ে নামতে পারলেও বোলিং করতে পারবেন না বলে জানিয়েছেন আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইক্রফট। বিবৃতিতে সিএ লিখেছে, 'তৃতীয় ম্যাচে ফেরার জন্য এখন ওয়ার্নারকে সিএ'র নীতিমালার অধীনে কিছু ক্রীড়া প্রোটোকল মেনে চলতে হবে।'
মন্তব্য করুন