- আন্তর্জাতিক
- দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি ব্লিংকেনের
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প
দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি ব্লিংকেনের

আধুনিক যুগের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর তুরস্ক সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় হওয়া ওই ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি প্রদেশে রোববার সফর করেন তিনি। এ সময় এই অঞ্চলের জন্য আরও ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন ব্লিংকেন। এ ছাড়া ভূমিকম্পবিধ্বস্ত দেশটিতে যত দিন প্রয়োজন সাহায্য চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
গতকাল সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় যান ব্লিংকেন। সেখানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। বৈঠকে ইউক্রেন যুদ্ধের জেরে পরিবর্তিত বাস্তবতায় ন্যাটো জোটের সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে বলেও ধারণা করা হচ্ছে।
গতকাল প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হেলিকপ্টারে ব্লিংকেন ভূমিকম্পবিধ্বস্ত এলাকা সফর করেন। পরে যুক্তরাষ্ট্র-তুরস্কের যৌথভাবে পরিচালিত ইনসিরলিক বিমানঘাঁটিতে তিনি বলেন, বিধ্বস্ত এলাকা পুনরুদ্ধার একটি দীর্ঘমেয়াদি প্রচেষ্টা হতে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ, ধ্বংসপ্রাপ্ত বাড়ির সংখ্যা দেখলে বোঝা যাবে, সেগুলো পুনর্নির্মাণের জন্য ব্যাপক সহায়তা প্রয়োজন।
ব্লিংকেন বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাঁদের প্রয়োজন, তাঁদের সাহায্য দেওয়া, তাঁদের শীতকালীন সহযোগিতা করা এবং স্বনির্ভর করা। এ ছাড়া অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সরবরাহ ও সরঞ্জামও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
ব্লিংকেন বলেছেন, সর্বশেষ প্রতিশ্রুত অতিরিক্ত সহায়তার মধ্যে রয়েছে জরুরি শরণার্থী ও অভিবাসন তহবিলে ৫০ মিলিয়ন ও মানবিক সহায়তায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ভূমিকম্পের কয়েক দিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্ক ও সিরিয়ার জন্য ৮৫ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেন।
এদিকে ভয়াবহ ও প্রাণঘাতী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর আবার কেঁপে উঠল তুরস্কের হাতায় প্রদেশ। আগেরবারের ভূকম্পনে বিধ্বস্ত হাতায় গতকাল স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয়। দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, হাতায় প্রদেশের দেফনে গতকাল রাতে এই ভূমিকম্প আঘাত হানে। সাংবাদিকরা হাতায়ের ২০০ কিলোমিটার উত্তরে আন্তাকিয়া ও আদানা থেকে ভূকম্পন টের পান। এ সময় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। নতুন করে ভূমিকম্পের ফলে আগের ধ্বংসস্তূপের ওপর ধুলোর আস্তরণ তৈরি হয়েছে। এ ছাড়া ঝাঁকুনির ফলে আগের ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনের দেয়াল ভেঙে পড়ে কয়েকজন আহত হয়েছেন। খবর রয়টার্স, আলজাজিরা ও এএফপির।
মন্তব্য করুন