- আন্তর্জাতিক
- আবুধাবিতে এক কমপ্লেক্সে মসজিদ-গির্জা-সিনাগগ
আবুধাবিতে এক কমপ্লেক্সে মসজিদ-গির্জা-সিনাগগ

সংযুক্ত আরব আমিরাত বুধবার ‘আব্রাহামিক ফ্যামিলি হাউস’ উদ্বোধন করেছে। এটি এমন একটি আন্তঃধর্মীয় কমপ্লেক্স যেখানে মসজিদ, গির্জা এবং উপসাগরীয় আরব রাষ্ট্রের উদ্দেশে নির্মিত সিনাগগ রয়েছে।
ম্পাউন্ডটি জনগণের জন্য উন্মুক্ত হলে সকাল ১০টা থেকে দর্শণার্থীরা সেখানে প্রবেশ করতে পারবেন। তবে ভ্রমণের আগে দর্শনার্থীদের বুকিং দিতে হবে।
প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমিরাতে বিভিন্ন সম্প্রদায়ের একসঙ্গে কাজ করার ইতিহাসের কথা স্মরণ করেছেন। আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, কমপ্লেক্সটি ‘বিশ্বাস অনুশীলন এবং প্রতিফলন’ করার একটি জায়গা। সেখানে লোকেরা জ্ঞান বিনিময় করতে পারবে। এটি মানুষের সংযোগ করার জন্য একটি ফোরাম। কমপ্লেক্সটিতে একটি সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এর লক্ষ্য মানুষকে মানব ভ্রাতৃত্ব এবং সংহতির বিষয়ে উৎসাহিত করা। সিএনএন।
মন্তব্য করুন