- আন্তর্জাতিক
- ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার আহ্বান ইসরায়েলের
ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার আহ্বান ইসরায়েলের

ফিলিস্তিনের শহর হুওয়ারা। ছবি: আল জাজিরা
ফিলিস্তিনের শহর হুওয়ারাকে নিশ্চিহ্ন করে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। যদিও তাঁর এই মন্তব্যকে যুদ্ধাপরাধের উস্কানি হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ।
বেজালেলের হুমকির কদিন আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে ফিলিস্তিনের ওই শহরে। সেখানে এক ফিলিস্তিনির আক্রমণের জবাবে ইহুদি সেটেলাররা কদিন ধরে উত্তেজনা সৃষ্টি করছেন। এমন সময়ে সেই উত্তেজনায় আরও আগুন ঢাললেন ইসরায়েলি অর্থমন্ত্রী। টুইটারে হুওয়ারা শহর পুড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে করা একটি পোস্টে লাইক দেন বেজাজেল। খবর এএফপির।
মন্তব্য করুন