যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভকে ইউক্রেনে ‘আগ্রাসনের যুদ্ধ বন্ধ করতে’ বলেছেন। এক বছরের বেশি সময় আগে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মুখোমুখি সাক্ষাৎ হলো। খবর: বিবিসি’র।

গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে জি-২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে সীমিত সময়ের জন্য কথা বলেন দুজন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ১০ মিনিটেরও কম সময় আলোচনা করেছেন। এ সময় রাশিয়ায় আটক মার্কিন নাগরিক পল হেলানের বিষয়ও তোলেন অ্যান্টনি ব্লিনকেন।

আলোচনার পর ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, ‘গত সপ্তাহে জাতিসংঘে আমিসহ অনেক অনেক লোক যা বলেছেন, আমি পররাষ্ট্রমন্ত্রীকে (সার্গেেই ল্যাভরভ) সেটিই বলেছি। আজও জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের অনেকে আজ যেটি বলেছেন- যুদ্ধ থামান এবং অর্থপূর্ণ কূটনীতিতে আসুন যাতে করে ন্যায্যতা এবং টেকসই শান্তিপূর্ণ সমাধান পাওয়া যায়।’

রাশিয়াকে পুনরায় পরমাণু অস্ত্র চুক্তিতে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন অ্যান্টনি ব্লিনকেন। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে তা নিশ্চিত করেছেন। তবে এর বেশি কিছু জানাননি তিনি।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় বৈঠক করেন অ্যান্টনি ব্লিনকেন ও সার্গেেই ল্যাভরভ।

বৃহস্পতিবার এই বৈঠকের আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ অভিযোগ করে বলেন, ‘পশ্চিমারা নিরপেক্ষ দুটি রাষ্ট্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। পশ্চিমারা ক্রমাগত সবাইকে এবং সব বিষয়ে মাথা ঘামায়।’

জি-২০ সম্মেলনে সার্গেই ল্যাভরভ বলেন, ‘পশ্চিমারা কিয়েভকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করছে।’ 

তবে সম্মেলনে জোটের সব দেশের পররাষ্ট্রমন্ত্রী একযোগে ইউক্রেন যুদ্ধ বন্ধে বিবৃতি দেবেন বলে আশা করা হলেও তা শেষমেষ সম্ভব হয়নি। বিশ্বের সম্পদশালী ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে জি-২০ জোট গঠিত, যারা বৈশ্বিক অর্থনীতির ৮৫ শতাংশ নিয়ন্ত্রণ করে এবং পৃথিবীর জনসংখ্যার দুই তৃতীয়াংশ এসব দেশে বাস করে।