- আন্তর্জাতিক
- ঢাবি সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি, ঢাকার বাইরে ২৯ কেন্দ্রে ভোটগ্রহণ
ঢাবি সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি, ঢাকার বাইরে ২৯ কেন্দ্রে ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২৫ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে শনিবার ২৯ কেন্দ্রে ভোট হয়েছে। ঢাকার বাইরে এসব কেন্দ্রে মাত্র ৪ হাজার ৫২৮ জন ভোট দিয়েছেন। বিএনপি-জামায়াতপন্থিদের বর্জনের ফলে একতরফা এ নির্বাচনের বাকি পর্বগুলোতে যথাক্রমে ১১ মার্চ ঢাকার বাইরে নয়, ১৪ মার্চ চার কেন্দ্র ও ১৮ মার্চ ক্যাম্পাসের চার কেন্দ্রে ভোট হবে। ১৯ মার্চ দেওয়া হবে ফলাফল।
এবার ৫২ হাজার ৪৭৮ আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং ৬ হাজার ৮৩৭ সেশন গ্র্যাজুয়েট ভোটারের বিপরীতে ২৫টি পদে প্রার্থী হয়েছেন ৬৮ জন। ১০৫ সদস্যের সিনেটে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে থাকবেন নির্বাচিত ২৫ জন।
প্রধান নির্বাচন কমিশনার ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ জানান, ২৯ কেন্দ্রে ভোটার ছিল ১৫ হাজার ৩০৫ জন। আগামী তারিখগুলোতে যে কোনো কেন্দ্রে বাকিরা ভোট দিতে পারবেন।
মন্তব্য করুন