- আন্তর্জাতিক
- রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে: হুঁশিয়ারি বাইডেন ও শলৎজের
রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে: হুঁশিয়ারি বাইডেন ও শলৎজের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।
ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।
গত শুক্রবার বাইডেন ও শলৎজ ওয়াশিংটনে সাক্ষাৎ করেন। একই দিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের জন্য ৪০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার কথা বলা হয়। খবর- আল-জাজিরা।
ইউক্রেনকে সমর্থন দিতে অন্য মিত্রদের মধ্যে অচলাবস্থা কাটানোর জন্য দুই নেতা একত্রে কাজ করার কথা বলেন। বাইডেন বলেন, ‘পশ্চিমা সামরিক জোট ন্যাটো মিত্র হিসেবে আমরা জোটকে আরও শক্তিশালী করে তুলছি।’
বৈঠকে শলৎজ বলেন, কিয়েভকে যত দিন প্রয়োজন, তত দিন সহায়তা করতে মিত্রদের মধ্য একজোট থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটনে দুই নেতা যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ ছাড়া চীন যদি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে, তাহলে প্রতিক্রিয়া কী হবে, তা নিয়েও আলোচনা করেন তাঁরা।
এদিকে, ইউরোপিয়ান ইউনিয়নের এক কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।
মন্তব্য করুন