- আন্তর্জাতিক
- সর্বগ্রাসী সুদহার ও জ্বালানির দাম গরিব দেশের ‘টুঁটি চেপে ধরেছে’: গুতেরেস
সর্বগ্রাসী সুদহার ও জ্বালানির দাম গরিব দেশের ‘টুঁটি চেপে ধরেছে’: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সর্বগ্রাসী সুদহার ও পঙ্গু করে দেওয়ার মতো জ্বালানির দাম নির্ধারণ করে জ্বালানি কোম্পানি এবং ধনী দেশগুলো গরিব দেশগুলোর ‘টুঁটি চেপে ধরেছে’।
কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম সম্মেলনে উপস্থিত নেতাদের সামনে তিনি এ কথা বলেন। রোববার শুরু এই সম্মেলনে ৪০টির বেশি স্বল্পেন্নোত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। খবর- এএফপি।
এর আগে শনিবার গুতেরেস বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও জরুরি সেবাসমূহ বন্ধ হয়ে যাওয়ায় দুষ্টচক্রে আটকা পড়া গরিব দেশগুলোর সাহায্যে ধনী দেশগুলোর প্রতি বছর ৫০০ বিলিয়ন ডলার দেওয়া উচিত।
সাধারণত প্রতি ১০ বছর পর স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) এই সম্মেলন হয়। সব শেষ এই সম্মেলন হওয়ার কথা ছিল ২০২১ সালে। তবে করোনা মহামারির কারণে দুবার তা পিছিয়ে দেওয়া হয়। এলডিসিভুক্ত ৪৬ দেশের মধ্যে এবারের সম্মেলনে অংশ নিয়েছে ৪৪টি দেশ।
এবারের সম্মেলনে নেই দুই দেশ মিয়ানমার ও আফগানিস্তান। কারণ, এই দুই দেশের সরকারকে জাতিসংঘ এখনো স্বীকৃতি দেয়নি। এ ছাড়া বৃহৎ অর্থনীতির কোনো দেশ সম্মেলনে অংশ নেয়নি।
মন্তব্য করুন