- আন্তর্জাতিক
- করোনায় মৃত ৭ স্বাস্থ্যকর্মীর পরিবারকে আর্থিক অনুদান দিলো সরকার
করোনায় মৃত ৭ স্বাস্থ্যকর্মীর পরিবারকে আর্থিক অনুদান দিলো সরকার

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থেকে সেবা দিতে গিয়ে মারা যাওয়া সাত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে সরকার। রোববার রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান তুলে দেওয়া হয়। সাত পরিবারের সদস্যরা এ অনুদান গ্রহণ করেন। প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলসী রঞ্জন সাহা। আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদাত হোসেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সহসভাপতি ডা. মাখদুমা নার্গিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার-এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গীতা রানী দেবী প্রমুখ।
অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, কোনো কিছু দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। তবে সরকার তাদের কাজের স্বীকৃতি ও অন্য স্বাস্থ্যকর্মীকে উৎসাহ দিতে বিশেষ প্রণোদনা দিয়েছে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি। এটি চালু হলে স্বাস্থ্যকর্মীরা আরও সুবিধা পাবেন।
তিনি বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন। এ জন্য মাঠ পর্যায়ের কর্মীরা প্রশংসা পাওয়ার যোগ্য।
২০২০ সালের ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে বলেছিলেন, যারা কোভিড-১৯-এর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছেন, সরকার তাদের উৎসাহ দিতে বিশেষ প্রণোদনা দেবে। ওই বছর সাত এপ্রিল এ টাকা বরাদ্দ দেওয়া হয়।
মন্তব্য করুন