- আন্তর্জাতিক
- আয় কমেছে আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকনের
আয় কমেছে আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকনের

ছবি- বিবিসি থেকে নেওয়া।
বিশ্বজুড়ে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা কমেছে। অ্যাপলের সবচেয়ে বড় সরবরাহক ফক্সকন বলছে, এতে তাদের আয় কমে গেছে। ২০২২ সালের একই সময়ের তুলনায় গত মাসে ফক্সকনের বিক্রি কমেছে ১১.৬৫ শতাংশ।
রোববার এক বিবৃতিতে আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকন বলেছে, আগের বছরের ফেব্রুয়ারি থেকে কম্পিউটিং, গ্রাহক ভিত্তিক স্মার্ট ইলেকট্রনিক্স, ক্লাউড ও নেটওয়ার্কিং পণ্যে ‘রক্ষণশীল গ্রাহক টানার কারণে’ তাদের আয় কমে গেছে। খবর- বিবিসি।
ফেব্রুয়ারি মাসে কোম্পানিটি ১৩০০ কোটি ডলার আয় করেছে, যা মাসের হিসাবে কোম্পানির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালের প্রথম প্রান্তিকের সম্ভাব্য আয় মোটামুটি বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে কোম্পানিটি।
ফক্সকন জানায়, চীনের জেংজো শহরে অবস্থিত আইফোনের বৃহত্তম কারখানাটি করোনা মহামারির প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। কোম্পানিটি এখন ভারতে কার্যক্রম শুরুর চেষ্টা করছে।
মন্তব্য করুন