- আন্তর্জাতিক
- উদ্ধার হওয়া অভিবাসীরা ইতালিতে
উদ্ধার হওয়া অভিবাসীরা ইতালিতে

ইতালির দক্ষিণ উপকূলে তিনটি আলাদা অভিযান চালিয়ে ১ হাজার ৩০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উপকূল থেকে ১০০ মাইলের বেশি দূরের সাগর এলাকায় ভাসমান একটি নৌকা থেকে ৫০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে রেজিও ক্যালাব্রিয়া এলাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। খবর বিবিসির।
একই এলাকায় আলাদা একটি জাহাজ থেকে আরও ৩৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাঁদেরও শিগগির তীরে আনা হবে। আরও একটি মাছ ধরার নৌকায় থাকা ৪৮৭ অভিবাসনপ্রত্যাশীকে ক্যালাব্রিয়ানের ক্রোটোন বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।
কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নৌকাগুলো অভিবাসনপ্রত্যাশীতে বোঝাই হয়ে থাকায় এবং সাগরে প্রতিকূল অবস্থা বিরাজ করায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, শনিবার সিসিলি উপকূল থেকে আরও ২০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। পরে তাঁদের কাতানিয়ায় নেওয়া হয়।
মন্তব্য করুন