- আন্তর্জাতিক
- নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
-samakal-640f141dda885.jpg)
রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয় - সমকাল
নওগাঁয় হত্যা মামলায় মিজানুর রহমান (৩৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৯ জানুয়ারি সকালে উপজেলার কদমবাড়ী গ্রামের মোশারফ হোসেন মাঠে গরু চড়াচ্ছিলেন। এসময় পূর্বশত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামি মিজানুর রহমান কোদাল দিয়ে মোশারফের মাথায় আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোশারফ। এ ঘটনায় নিহতের জামাই মাসুদ রানা বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার এ রায় ঘোষণা করেন নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক ফেরদৌস ওয়াহিদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহেল বাকী সমকালকে বলেন, এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন