- আন্তর্জাতিক
- ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতকে তলব
ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূতকে তলব
-samakal-6410d4c5dd8f2.jpg)
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ। ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে তলব করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর: সিএনএন’র।
স্থানীয় সময় বুধবার দুপুরের মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরে উপস্থিত হয়ে কৃষ্ণসাগরে মঙ্গলবারের মার্কিন ড্রোন ভূপাতিতের ‘গুরুতর অভিযোগ’ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে হবে রুশ রাষ্ট্রদূতকে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানান, রুশ রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে জ্যেষ্ঠ কর্মকর্তাদের তরফ থেকে শক্ত অভিযোগ শুনবেন। যেটি পরিষ্কার, রুশ যুদ্ধবিমানের মাধ্যমে যা করা হয়েছে, তা একদমই অনিরাপদ ও অপেশাদার আচরণ।
অন্যদিকে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন ট্র্যাসি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া বার্তা পৌঁছে দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানান।
মন্তব্য করুন