পূর্বাঞ্চলীয় বাখমুত ও অপর শহরগুলোতে চলমান যুদ্ধের ফলাফলের ওপর নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ। সোমবার রাতে দেওয়া ভিডিও বার্তায় এ মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ভর করছে বাখমুত ও দোনেস্কের অপর অঞ্চলে আক্রমণকারী রুশ সেনাদের ধ্বংস করার ওপর। পূর্বাঞ্চলে কঠিন পরিস্থিতি, খুব বেদনাদায়ক। শত্রুদের সামরিক শক্তি ধ্বংস করতে হবে এবং আমরা তা করে দেখাব। রণক্ষেত্রে ইউক্রেনীয়দের ভবিষ্যতের জন্য লড়াই করা হচ্ছে। লড়াইয়ে থাকা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। যারা সম্মুখ সমরে একে অপরকে টিকিয়ে রাখছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

রাশিয়া বলছে, বাখমুত দখলের পর পুরো দোনেৎস্ক অঞ্চল দখলের পথ সুমগ হবে। যুদ্ধে মস্কোর এটিই প্রধান লক্ষ্য। টানা কয়েক মাসের ধীরগতি ও রক্তাক্ত যুদ্ধের পর ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তারা বাখমুত থেকে পিছু হটবে না। তাদের লক্ষ্য হলো, বসন্তে আক্রমণকারী রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর আগে যতটা সম্ভব শক্তি ক্ষয় করা।

এদিকে ইউক্রেনের কৃষিপণ্য বাধাহীনভাবে রপ্তানিতে হওয়া কৃষ্ণসাগর শস্য চুক্তির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে বলে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্দার গ্রুশকোর জানিয়েছেন। তুরস্কে গত বছরের ২২ জুলাই জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্য কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষর হওয়ায় ইউক্রেনের বন্দরগুলো থেকে লাখ লাখ টন শস্য ও খাদ্যপণ্য বিশ্বের বিভিন্ন অংশে যেতে পারছে। রাশিয়া সোমবার চুক্তিটির মেয়াদ আগেরবারের তুলনায় অর্ধেক বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। অন্যদিকে জাতিসংঘ চুক্তির স্থায়িত্ব অটুট রাখতে সম্ভব সব কিছু করার অঙ্গীকার করেছিল।

অন্যদিকে, খারকিভ অঞ্চলে ছয় মাস ধরে লুকিয়ে থাকার দাবি করা এক রুশ সেনাকে আটক করেছে ইউক্রেনীয় পুলিশ। খারকিভের আঞ্চলিক পুলিশ দপ্তর বলেছে, ৪২ বছর বয়সী রুশ সেনাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা কুপিয়ানস্ক জেলায় টহলের সময় আটক করেছে। খবর আলজাজিরা ও বিবিসির।