- আন্তর্জাতিক
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলায় এলো আরেকটি জাহাজ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে মোংলায় এলো আরেকটি জাহাজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। ছবি-সমকাল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রাশিয়ার যন্ত্রপাতি নিয়ে আরও একটি জাহাজ মোংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে। এমভি অপরাজিতা জাহাজটি প্রায় ১ হাজার ২০০ টন ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট বন্দরে ডেলিভারি করেছে সম্প্রতি। চলতি মাসের মধ্যেই যন্ত্রপাতির এই চালানটি রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছাবে।
বৃহস্পতিবার বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দুটি জাহাজ ২ হাজার ৭০০ টনের অধিক যন্ত্রপাতি মোনহলা বন্দরে ডেলিভারি করে।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আলেক্সি দেইরি বলেন, এ সকল যন্ত্রপাতিসহ অন্যান্য মালামাল পৌছার কারণে প্রথম ইউনিটের রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থার ফ্লাশিং-এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে।
রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিয়্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। আগামী ২০২৩ সালে কেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। প্রতিটি ইউনিটের আয়ুকাল ৬০ বছর ধরা হয়েছে, যা আরও ২০ বছর বাড়ানোর সুযোগ থাকবে।
মন্তব্য করুন