- আন্তর্জাতিক
- প্রেসিডেন্টের আপস প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর
প্রেসিডেন্টের আপস প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

প্রায় ১০ সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ থামাতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আপস প্রস্তাব প্রত্যাখানের পর বিচারব্যবস্থার সংস্কারবিরোধী আন্দোলন আরও গতি পেয়েছে।
বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিচারব্যবস্থার সংকট হ্রাসে সমঝোতার প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট হার্জগ। দেশটির পার্লামেন্টের হাতে সব ক্ষমতা না রেখে বিচারক নির্বাচক কমিটিতে তিনজন মন্ত্রী, হাইকোর্টের প্রেসিডেন্ট, দু’জন বিচারক এবং দু’জন সরকারি কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি।
হার্জগের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। দেশটির ক্ষমতাসীন জোটও প্রেসিডেন্টের প্রস্তাবকে সমর্থন করেনি। ইসরায়েল সরকারের সচিব ইয়োসি ফুকস এক টুইটে এ কথা জানান।
নেতানিয়াহু হার্জগের এই প্রস্তাব নাকচ করার পর বৃহস্পতিবার বিক্ষোভকারীরা জেরুজালেম থেকে দেশটির সুপ্রিম কোর্টের দিকে এক বিশাল লাল রঙের রেখা আঁকে এবং ছোট ছোট নৌকা দিয়ে উত্তরাঞ্চলীয় শহর হাইফার উপকূল অবরোধ করে রাখে।
মন্তব্য করুন