- আন্তর্জাতিক
- এবার ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে স্লোভাকিয়া
এবার ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে স্লোভাকিয়া

ছবি: সংগৃহীত
এবার ইউক্রেনকে যুদ্ধবিমান দিচ্ছে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়া। কিয়েভকে ১৩টি মিগ-২৯ বিমান দেবে দেশটি। স্লোভাক প্রধানমন্ত্রী শুক্রবার বলেছেন, পোল্যান্ডের পর দ্বিতীয় ন্যাটোভুক্ত দেশ হিসেবে তিনি এই ঘোষণা দিলেন। এসব বিমান পাঠাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। গত বৃহস্পতিবার চারটি মিগ-২৯ বিমান দেওয়ার ঘোষণা দেয় পোল্যান্ড। খবর এএফপি ও আলজাজিরার।
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার বলেন, যুদ্ধবিমান পাঠানোর পাশাপাশি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কিয়েভকে সরবরাহ করা হবে। ইউক্রেনীয় সাধারণ মানুষকে বাঁচাতেই এই উদ্যোগ বলেও জানান তিনি। ট্যাঙ্কের পাশাপাশি দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। প্রাথমিকভাব যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ চেয়েছে কিয়েভ। এদিকে, এই যুদ্ধবিমান দেওয়ার ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বলেছেন, ইউক্রেনকে পোল্যান্ড এবং স্লোভাকিয়ার দেওয়া যুদ্ধবিমানগুলো ধ্বংস করা হবে। কিয়েভে পশ্চিমারা অস্ত্র সরবরাহ করলেও রাশিয়ার সামরিক লক্ষ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না।
যুদ্ধবিমান পাঠানোর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ইউক্রেনের অপর সমর্থক এস্তোনিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে বলেছে, স্লোভাকিয়া ও পোল্যান্ড ইউক্রেনের অনুরোধে সাড়া দিয়ে দুর্দান্ত কাজ করেছে।
স্লোভাকিয়া গত বছর মিগ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কারণ, দেশটি রাশিয়ান প্রযুক্তিবিদ ও কোম্পানির ওপর নির্ভরশীল ছিল। এখন তারা আমেরিকান এফ-১৬ ব্যবহার করবে। চেক প্রজাতন্ত্র আর পোল্যান্ড দেশটির আকাশসীমা রক্ষা করে আসছে। কিয়েভকে ১৩টি দেওয়ার পর আরও একটি মিগ-২৯ থাকবে স্লোভাকিয়ার। সেটি সামরিক জাদুঘরে রাখা হবে।
এদিকে, রাষ্ট্রীয় সফরে মস্কো যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার ক্রেমলিন জানায়, চীনা নেতার তিন দিনের এই সফর আগামী সোমবার শুরু হবে। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এটিই জিনপিংয়ের প্রথম মস্কো সফর। প্রায় এক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে চীন। ক্রেমলিন জানিয়েছে, সফরকালে পুতিন ও জিনপিং দুই দেশের মধ্যে ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা বড়ানোর বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সমঝোতাও সই হবে এই সফরে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে বিরল ফোনালাপ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। তিনি কুলেবাকে বলেছেন, চীন সব সময় ইউক্রেন ইস্যুতে ন্যায্য অবস্থান নিয়েছে। শান্তি প্রতিষ্ঠা ও আলোচনার অগ্রগতিতে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের বাখমুত শহর দখলে মস্কোর হামলার সংখ্যা এক-তৃতীয়াংশে নেমে এসেছে বলে জানিয়েছেন কিয়েভের কর্মকর্তারা।
কর্নেল ওলেকসি দিমিত্রাশকিভস্কি বলেছেন, রাশিয়ার স্থল আক্রমণ গত সপ্তাহে সম্মুখভাগজুড়ে প্রতিদিন ছিল শতাধিক। কিন্তু এখন তা কমে এসেছে ৩০ এর নিচে। প্রতি রাতে দুটি থেকে ৯টির মতো হামলা হচ্ছে।
মন্তব্য করুন