নড়াইলের নড়াগাতী উপজেলার বড়দিয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ উদীচী শিল্পগোষ্ঠী। আজ সোমবার বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সামনে এ সমাবেশ হয়।

সমাবেশের শুরুতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও শিল্পকলার সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে উদীচী শিল্পগোষ্ঠী। 

জেলা উদীচীর সহসভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, পৌর মেয়র নাদের বখত, রেড ক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর, সুনামগঞ্জ জেলা সিপিবির সভাপতি এনাম আহমেদ, জেলা পরিষদ সদস্য ফৌজী আরা বেগম শাম্মী। 

সমাবেশে পেট্রল বোমা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।