- আন্তর্জাতিক
- নবীকে বাদ দিয়ে আবার দলে ডাকলো এসিবি
নবীকে বাদ দিয়ে আবার দলে ডাকলো এসিবি

ছবি: ফাইল
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ নবী। বিশ্বকাপ শেষেই তিনি নেতৃত্বভার ছাড়ার ঘোষণা দেন। এরপর দল থেকেও বাদ পড়েন তিনি।
পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ থেকে বাদ পড়ায় ৩৮ বছর বয়সী স্পিন অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। পরে শারজাহ’য় অনুষ্ঠিত তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে ডাকা হয়েছে তাকে।
নবীকে দলে নিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা রহমত শাহকে বাদ দিয়েছেন। ওপেনার হযরতুল্লাহ জাজাইও বাদ পড়েছেন। তার জায়গায় নেওয়া হয়েছে কোন আন্তর্জাতিক টি-২০ না খেলা সাদিকুল্লাহ আতালকে।
এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান বলেছেন, ‘নির্বাচকরা সম্ভাব্য সেরা দল নির্বাচন করেছেন। ক্রিকেটাররা ক্যাম্পে কঠোর পরিশ্রম করছেন। আশা করছি, আমাদের দল সেরা পারফরম্যান্স দেখাবে এবং দেশকে গর্বিত করবে। দুই দলের মধ্যে লড়াই আশা করছি।’
আফগানিস্তান দল: রশিদ খান (অধিনায়ক) রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, উসমান ঘানি, শাফিকুল্লাহ আতাল, নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাঈব, সারাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব উর রহমান, ফারিদ আহমেদ, ফজল হক ফারুকি, নবিন উল হক।
মন্তব্য করুন