- আন্তর্জাতিক
- জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ৭, গ্রেপ্তার ৫
জমি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত ৭, গ্রেপ্তার ৫

বোয়ালিয়া থানা। ফাইল ছবি
রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ফটোসাংবাদিক আজাহার উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর পরিবারের সাত সদস্য আহত হয়েছেন। এ সময় আজাহার উদ্দিনের মোটরসাইকেলসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই মামলা করেন আজাহারের মেয়ে দিলরুবা সরকার। এতে ২৪ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন– নাসিমা খাতুন, মিনু বেওয়া, মুক্তা খাতুন, মো. নাদিম এবং ইসমে ইসলাম সামির।
পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। মামলার প্রধান আসামি সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা দিলদার হোসেন পলাতক আছেন।
আজাহার দৈনিক ইত্তেফাকের রাজশাহীর ফটোসাংবাদিক। তিনি নগরীর সাগরপাড়া বটতলা এলাকার বাসিন্দা। দিলদার হোসেনের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে।
আজাহার উদ্দিন জানান, তাঁর ছোট ভাই শামীম উদ্দিন বিহারিদের কাছ থেকে কেনা জমিতে পরিবার নিয়ে থাকেন। এ জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছেন দিলদার হোসেন, নুরুসহ তাঁদের সহযোগীরা।
বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে। জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন