- আন্তর্জাতিক
- মাগুরায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ৮
মাগুরায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ৮

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের গাংনী গ্রামে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনার পর সংঘর্ষে আহত হয়েছেন দুই পুলিশ সদস্যসহ তিনজন। শহিদুল গাংনী গ্রামের বাদশা মোল্লার ছেলে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আম্বারসহ আটজনকে গ্রেপ্তার করেছে।
শহিদুলের ভাই আব্দুল কাদের জানান, গাংনী ও পাটখালী গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মন্টুর ছেলে বিপ্লব হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। দুই সপ্তাহ আগে ভিলেজ পলিটিক্স নামে একটি সংগঠনের ব্যানারে স্থানীয় গাবতলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠান নিয়ে গাংনী ও পাটখালী গ্রামের দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সোমবার রাত সাড়ে ৮টার দিকে আব্দুর রহমানের সমর্থক শহিদুল ইসলাম ও মানিক মোল্লা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পাটখালী তেঁতুলতলায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে জখম করে।
এ সময় ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয়। আহত মানিক মোল্লাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অভিযুক্তরা গা-ঢাকা দেওয়ায় এবং মোবাইল ফোন বন্ধ রাখায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
সদর থানার ওসি জব্বারুল ইসলাম বলেন, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে রকিবুল ও মাছুম বিল্লা নামে দুই পুলিশ সদস্য আহত হন। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন