- আন্তর্জাতিক
- স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক
-samakal-641aa6eab35fc.jpg)
প্রতীকী ছবি
চট্টগ্রামের মিরসরাইয়ে এমদাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী নার্গিস মোস্তারীর বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নার্গিস মোস্তারীকে আটক করেছে।
আজ বুধবার সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে নিজ ঘর থেকে নিহত এমদাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মুনছুর আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, নিহতের ডান হাতে ‘বৈদ্যুতিক শক ও বুকে কয়েকটি আচঁড়ের দাগ রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বৈদ্যুতিক ইস্ত্রি ও একটি তার কাটার জব্দ করা হয়েছে।
নিহতের ভাই হুমায়ন কবির বলেন, ‘এমদাদ এক বছর আগে আবুধাবি থেকে দেশে আসেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। মঙ্গলবার রাত ২টার দিকে ভাবী নার্গিস মোস্তারী মোবাইল ফোনে কল করে জানান, ভাই ‘বৈদ্যুতিক শকে মারা গেছেন। আসলে ভাবীই ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।’
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক তথ্য জানা যাবে।
মন্তব্য করুন