- আন্তর্জাতিক
- ঘরোয়া পারফরম্যান্সে জাকের, ম্যানেজমেন্টের চাওয়ায় দলে রিশাদ
ঘরোয়া পারফরম্যান্সে জাকের, ম্যানেজমেন্টের চাওয়ায় দলে রিশাদ

ছবি: ফাইল
সিলেটে বৃহস্পতিবার ওয়ানডে সিরিজ শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। ওই সিরিজের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছেন বিসিবির নির্বাচকরা।
দলে প্রথমবার জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এছাড়া ওয়ানডে দলে থাকলেও ম্যাচ না খেলে বাদ যাওয়া পেসার শরিফুল ইসলামকে সংক্ষিপ্ত সংস্করণের দলে নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এক ভিডিও বার্তায় বলেছেন, ‘জাকির আলীকে আমরা ঘরোয়া ক্রিকেটে এবং ‘এ’ দলের হয়ে ভালো করায় দলে নিয়েছি। শরিফুল ইসলাম ইনজুরির কারণে দলের বাইরে ছিল। আবার সে সিস্টেমের মধ্যে এসেছে, সেজন্য তাকে আমরা দলে ফিরিয়েছি।’
রিশাদকে দলে নেওয়ার বিষয়ে নান্নু বলেছেন, ‘লেগ স্পিনার রিশাদ হোসেনকে আমরা একটু দেখতে চাচ্ছি। যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা, আমাদের দেখার সুযোগ আছে। টিম ম্যানেজমেন্টও একজন লেগ স্পিনার চাচ্ছিলো। রিশাদ আমাদের এইচপি দলের সঙ্গে অনেকদিন কাজ করছে। যারা নতুন আসছে, আশা করছি এটা তাদের জন্য নতুন প্লাটফর্ম হবে।’
বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় মাইলফলক। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ। এখানে কিছু খেলোয়াড়কে দেখার সুযোগ হবে বলে মনে করেন তিনি। এছাড়া নান্নু জানিয়েছেন, যারা দলের বাইরে আছে তাদের জন্য সুযোগ শেষ হয়ে যায়নি। তাদের ওপর বিসিবির চোখ থাকবে।
মন্তব্য করুন