- আন্তর্জাতিক
- নারায়ণগঞ্জে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

১৮ মার্চ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সমকাল
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় মো. মোহাম্মদ শাজাহান আলী (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো। অন্যদিকে, ধ্বসে পড়া ভবনটি অপসারণের কাজ শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
আজ বুধবার সকাল ৬টা ২২মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। শাজাহান আলী পটুয়াখালির দশমিনা উপজেলার মোহাম্মদ আলী খানের ছেলে। তার স্ত্রী দুই সন্তান নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, শাজাহান আলীর শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। তিনি শ্রমিকের কাজ করতেন। নিতাইগঞ্জের তামাকপট্টি এলাকায় ভাড়া থাকতেন।
এর আগে মঙ্গলবার বিকেলে ইকবাল হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়। তিনিও বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ইকবাল নিতাইগঞ্জের সিটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়।
গত ১৮ মার্চ ওই ভবনে বিস্ফোরণে আওলাদ হোসেন (৬০) নামে একজন শ্রমিক নিহত হন। আহত হন আরও ১২ জন।
অন্যদিকে, বিস্ফোরণে ধ্বসে পড়া ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ভবনটি অপসারণের কাজ শুরু করেছে সিটি করপোরেশন। বিস্ফোরণে ভবনের তিনটি দোকানের ছাঁদ ধ্বসে পড়ে।
সিটি করপোরেশনর নগর পরিকল্পনাবিদ মাইনুল ইসলাম জানান, ভবনের কম ঝুঁকিপূর্ণ অংশে যে কয়টি দোকান ছিল, সেইসব দোকানের পণ্যগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন