- আন্তর্জাতিক
- শির সফরেও শান্তি বহুদূর
শির সফরেও শান্তি বহুদূর

পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার রাশিয়া যান শি জিনপিং। বিসিসির ফাইল ছবি।
এবার হয়তো শান্তির বার্তা আসবে– চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মস্কো সফর ঘিরে এমনটাই প্রত্যাশা ছিল। তবে তাঁর এই সফর হতাশ করেছে। কারণ ইউক্রেনের সংঘাত সমাধানে তাঁর সফরে আদতে কোনো অগ্রগতি হয়নি। ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়ে রাশিয়া ত্যাগ করেছেন তিনি। খবর সিএনএন ও রয়টার্সের।
ক্রেমলিনের তালিকা অনুযায়ী, বেইজিং এবং মস্কোর মধ্যে বাণিজ্য, শিল্প, বিজ্ঞান ও সামরিক খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক ডজনেরও বেশি নথিতে সই করেছেন দুই নেতা। এর মাধ্যমে বন্ধুত্ব জোরদার করে জিনপিংয়ের সফর শেষ হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতাই ‘উত্তেজনা বাড়ায়’ এবং যুদ্ধকে ‘দীর্ঘায়িত’ করে– এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে জিনপিং ও পুতিনের আগ্রহ নেই।
দুই প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেন সংঘাত বন্ধের ভিত্তি হিসেবে চীনের দেওয়া শান্তি পরিকল্পনার অনেক কিছুই গ্রহণ করা যেতে পারে। তবে সে জন্য আগে পশ্চিম এবং কিয়েভকে প্রস্তুত হতে হবে।
জিনপিং পশ্চিমাদের বিরুদ্ধে পুতিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তবে তিনি ইউক্রেন সংঘাতের বিষয়ে সামান্যই কথা বলেছেন। ইউক্রেন সংঘাতে চীন নিরপেক্ষ অবস্থানে রয়েছে জানিয়ে জিনপিং বলেন, চীন সবসময় শান্তি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে রয়েছে। তবে শান্তি স্থাপনকারীর ভূমিকা পালনে মস্কো সফরে তাঁর তেমন প্রচেষ্টা দেখা যায়নি।
মঙ্গলবার পুতিনের সঙ্গে নৈশভোজের পর ক্রেমলিন ত্যাগের আগে পুতিনকে জিনপিং বলেন, ‘বিশ্ব শক্তির গতি পরিবর্তন হচ্ছে। এখন এমন পরিবর্তন হয়েছে, যা ১০০ বছরেও ঘটেনি। আমাদের উচিত এই পরিবর্তনগুলো একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া।’ পুতিনের সঙ্গে বিদায়ী করমর্দন করে জিনপিং বলেন, পশ্চিম ম্লান হয়ে যাচ্ছে এবং চীন উদয় হচ্ছে।
এদিকে ইউক্রেনকে প্রথমবারের মতো ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার আইএমএফ জানায়, কিয়েভকে চার বছর পর্যায়ক্রমে ১ হাজার ৫৬০ কোটি ডলার ঋণ দেওয়া হবে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে বুধবার ভোরে কিয়েভের কাছে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। জাপোরিঝিয়া শহরের ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুর্তিয়েভ জানান, আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহরে রুশ সেনারা ব্যাপক বোমাবর্ষণ করছে। স্থানীয় ইউক্রেনীয় নেতা জানিয়েছেন, শহরের উপকণ্ঠে তুমুল লড়াই চলছে। শহরটি পরবর্তী বাখমুত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এদিকে মস্কো অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে আজ ভোরে ড্রোন হামলা ‘প্রতিহত’ করেছে রুশ নৌবাহিনী। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বাখমুতের কাছে ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে দেখা করেন। তাঁর এই ঝটিকা পরিদর্শনে যোদ্ধারা অবাক হন।
মন্তব্য করুন