- আন্তর্জাতিক
- ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েও ছেড়ে দিলেন মোহাম্মদ ইউসুফ
ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েও ছেড়ে দিলেন মোহাম্মদ ইউসুফ

ছবি: ফাইল
আফগানিস্তানের বিপক্ষে শারজাহ’য় তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। নতুনদের নিয়ে মাঠে নামতে যাওয়া ওই সিরিজে পাকিস্তানের অন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউসুফকে।
ডানহাতি ব্যাটার ও সাবেক এই অধিনায়ক তখন দায়িত্ব নিলেও এখন শারজাহ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।
তার জায়গায় পাকিস্তানের অন্তবর্তীকালীন হেড কোচের দায়িত্ব পাওয়া আব্দুর রেহমান ব্যাটিং কোচেরও দায়িত্ব পালন করবেন।
এর আগে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি টুইটারে পাকিস্তানের কোচিং স্টাফের তালিকা প্রকাশ করেন। সেখানে ইউসুফের নাম ছিল না। পরে ভুল সংশোধন করা হয়। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরার কয়েক কিছুক্ষণ আগে সফরে যেতে অপারগতার কথা জানান সাবেক এই ব্যাটার।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের ফাইনালের পরই পাকিস্তানের নিয়মিত হেড কোচ সাকলায়েন মুশতাকের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে পাকিস্তানের। এরপর থেকে হেড কোচ শূন্য পাকিস্তান জাতীয় দল। আফগানদের বিপক্ষে সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে উমর গুলকে। আব্দুল মাজিদ ফিল্ডিং কোচের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করবেন।
মন্তব্য করুন