- আন্তর্জাতিক
- নানা অনিয়মের দায়ে চট্টগ্রামে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
নানা অনিয়মের দায়ে চট্টগ্রামে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাড়তি দামে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য রাখা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রামে সাতটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার নগরের রেয়াজউদ্দিন বাজার ও ফলমন্ডিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এ সময় জেলা প্রশাসন ও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উমর ফারুক সমকালকে বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে মহানগরের বৃহৎ দুটি বাজার রেয়াজউদ্দিন ও ফলমন্ডিতে অভিযান চালানো হয়েছে। এ সময় নানা অনিয়মের প্রমাণ হাতেনাতে পাওয়ায় মায়েদা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা, আলিফা এন্টারপ্রাইজকে ২০ বিশ হাজার টাকা, মিজান অ্যান্ড ব্রাদার্স, আলী জেনারেল ট্রেডিং, এরাবিয়ান সুপার শপ ও জিহাদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং সবুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্কও করা হয়েছে।
তিনি জানান, অভিযানে নিত্যপণ্যসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা, তা যাচাই করে দেখা হয়। পুরো রমজানজুড়ে বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন